




…………………………





আমেরিকায় বসবাসকারী এক তরুণী। তার মাকায়লার টিকটক অ্যাকাউন্ট makemoneywmark খুবই জনপ্রিয়। এক বছর আগে এই অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন এবং সেই ভিডিওর মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি আর ৯-৫ টার চাকরি করবেন না।
……
তিনি নিজের চাকরি ছেড়ে শুরু করেন অনলাইন রিটেল ব্যবসা। সেই ব্যবসা শুরু করার এক বছরের মধ্যেই তিনি প্রায় লাখ টাকা উপার্জন করতে সক্ষম হন। এরপর আস্তে আস্তে তার ব্যবসা তেজ গতিতে বাড়তে শুরু করে। এখন সেই ব্যবসা করে তিনি বছরে প্রায় ৬৮ লাখ টাকা আয় করছেন।





…………………………





ঐ তরুণী জানান যে, সবসময় কিছু বড় চিন্তা-ভাবনা করা দরকার এবং ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হবে। একটা কথা সব সময় মনে রাখতে হবে যে গরিব ঘরে জন্মালেই ধনী হওয়া যায় না এই ধারণাটা ভুল। নিজের মধ্যে যদি জেদ এবং কিছু করার ইচ্ছে থাকে তাহলে সব কিছুই সম্ভব।
সেই তরুণীকে সবাই যখন বলছিলেন অন্য কোনো চাকরিতে জয়েন করার কথা, তখন সে কারো কথা না শুনে নিজেই শুরু করেছিলেন অনলাইন ব্যবসা। একটি ভিডিওতে সেই তরুণী দেখিয়েছেন ব্যবসা করে তার ব্যাংক অ্যাকাউন্টে এক বছরে ৬৮ লাখ টাকার বেশি জমা হয়েছে। তার আয় খুব দ্রুত বাড়তে শুরু করেছে শুধুমাত্র ব্যবসার জন্য।
সেই তরুণী ব্যবসা করেই নিজে একটি নতুন বাড়ি তৈরি করেন এবং কয়েক মাস আগে তিনি একটি নতুন রেঞ্জ রোভার গাড়ি ক্রয় করেন। এখন সেই তরুণী বিভিন্ন জায়গায় ঘুরতে যান চাকরির ধরাবাঁধায় আটকে না থেকে এবং বিলাসবহুল হোটেলে সময় কাটান। সেই তরুণী প্রমাণ করে দিয়েছেন যে, চাকরি ছেড়ে ব্যবসায় আসার সিদ্ধান্তটা একদম সঠিক। সে নিজের হাতে অনলাইন ব্যবসা দাঁড় করিয়ে সাফল্যের সীমা অতিক্রম করতে সফল হয়েছেন।