




…………………………





জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের হাজারী গ্রামের বাসিন্দা জেলে হাসেন আলী জালে ধরা পড়েছে নতুন এক অদ্ভুদ রকমের মাছ। মাছটি দেখতে জেলের বাড়িতে উৎসুক জনতা ভিড় জমায়।
……
উপস্থিত লোকজনের একেকজন একেকরকম মাছের পরিচয় বর্ণনা করেন। কেউ বলে সমুদ্রের মাছ, কেউ বলেন বিদেশি মাছ, আবার কেউ বলেন বাইগর মাছের বাচ্চা। তাদের বিভিন্ন রকমের বর্ণনায় ভিন্ন এক অভিব্যক্তি শুরু হয়।





…………………………





স্থানীয় ভাবে জানা যায়, জেলে হাসেন আলী প্রতিদিনের মত জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে উপজেলার ব্রহ্মপুত্র নদীতে জাল ফেলে। অন্যান্য মাছের সাথে নতুন এক মাছ ধরা পড়ে তার জালে।
মাছটি দেখে প্রথমে আশ্চর্য হলে মাছটি নিয়ে সে বাজারে যায় বিক্রির জন্য। নতুন এই মাছটি দেখে সবাই ভিড় জমায় মাছটি ঘিরে। সবার মুখে অদ্ভুদ এই মাছের কথা শুনে বিক্রি না করে মাছ নিয়ে বাড়ি চলে আসেন হাসেন আলী।
জেলে হাসেন আলী সময়ের আলো’কে বলেন, মাছ ধরায় আমার পেশা। দীর্ঘ দিন থেকে মাছ ধরে জীবন নির্বাহ করে আসছি। প্রতিদিনের মত আজ সকালে নদীতে জাল ফেললে নতুন এই মাছ জালে ধরা পড়ে। মাছটি দেখতে অদ্ভুদ হওয়ায় বিক্রি না করে বাড়িতে নিয়ে আসি। অন্যান্য মাছ বাজারে বিক্রি করে আজকের মত সাংসারিক বাজার শেষ করি।