Sat. Sep 23rd, 2023

    @ মাহমুদ হাসান হৃদয়

    সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

     

    ১. আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে ৯ম-১০ম শ্রেণির বাংলা ২য় পত্রের বোর্ড বইটি সংগ্রহ করা। এই বইটি পাশে থাকলে ব্যাকরণ পার্ট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না।

    ২. সময় কম থাকলে সিলেবাস দেখে এই বই থেকে কমন ব্যাকরণ টপিকগুলো শুধু পড়ে যান।

    ৩. সাহিত্য অংশের জন্য সৌমিত্র শেখরের “বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা” বইটি অনেক ভাল। এই বইটি আপনার সাহিত্যের বেসিককে অনেক মজবুত করবে।

     

    ৪. সময় কম থাকলে সব কবি সাহিত্যিক-দের সম্পর্কে বিস্তারিত পড়ার দরকার নেই। তবে সবচেয়ে কমন কবি- সাহিত্যিকদের বিষয়ে বিষদভাবে জেনে রাখবেন।

    ৫. ১০ থেকে ১২জন কমন কবি – সাহিত্যিকের জন্ম-মৃত্যু সাল এবং উল্লেখযোগ্য সাহিত্যকর্ম যেন মুখস্থ করে রাখুন।

     

    ৬. বিগত বছরসমূহের BCS এবং PSC কর্তৃক গৃহীত পরীক্ষার প্রশ্নগুলো দেখে যাবেন, যতে করে প্রশ্ন সম্পর্কে ধারনা পাওয়ার জন্য।

    ৭. পরীক্ষায় আনকমন প্রশ্ন টাচ না করাই ভাল। শুধু শুধু নেগেটিভ নাম্বার বাড়িয়ে লাভ নেই বরং ক্ষতি।

    ৮. কম সময়ের প্রিপারেশনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারন করে সেগুলোই ভালভাবে পড়াই উত্তম।

     

    আপনাদের সকলের জন্য রইলো শুভকামনা।