Thu. Jun 8th, 2023

    বোর্ডঃ প্রফেসর মোঃ হামিদুল হক স্যার।

    প্রার্থীর নামঃ জাহাঙ্গীর……… 

    সময়ঃ দুপুর ১টা আনুমানিক।

    ভাইভার ৯০% ইংরেজিতে ছিলো।

    প্রথম চয়েসঃ পুলিশ ক্যাডার।

     

     

    ★জাহাঙ্গীরঃ আমি কী ভিতরে আসতে পারি স্যার? স্যারেরা আলোচনায় মগ্ন ছিলেন। ২বার বাংলায় বলার পর ৩য় বার May I come in sir, please?.

    ★বোর্ডঃ আসেন, বসেন, হ্যান্ড সেনিটাইজার দিয়ে স্যানিটাইজ করেন।

    জাহাঙ্গীরঃ সালাম দেওয়ার পর, thank you sir বলে হুকুম মানা শুরু করলাম।

    ★বোর্ডঃ এবার দরজায় গিয়ে স্প্রে করে আসুন।

    জাহাঙ্গীরঃ Sure sir, It’s my pleasure। ৫-৬ কদম হেটে গিয়ে দরজায় স্প্রে করে আসলাম।

    বোর্ডঃ বসুন।

    জাহাঙ্গীরঃ ধন্যবাদ দিয়ে বসলাম।

     

     

    ★বোর্ড ১ঃ পড়াশোনা?

    জাহাঙ্গীরঃ বললাম।

    ★বোর্ড ২ঃ নিজের সম্পর্কে বলুন,পরিবার সম্পর্কে বলুন, একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে ইংরেজিতে বলুন।

    জাহাঙ্গীরঃ আমি আবার উত্তর দিলাম।

    ★বোর্ড ২ঃ why should we pick you? How can you relate Geographical gathered knowledge to police and police service?

    জাহাঙ্গীরঃ বললাম।

     

    ★বোর্ড ৩(চেয়ারম্যান স্যারঃ fluency এর জন্য কোন কোন কোর্স করেছো?

    জাহাঙ্গীরঃ বললাম।

    বোর্ড ৩ঃ বিদেশ যাওয়ার জন্য ইংরেজির কোন কোন কোর্স করতে হয় অথবা সচরাচর করা হয়?

    জাহাঙ্গীরঃ উত্তর দিলাম।

    ★বোর্ড ৩ঃ সবগুলোর ইলাবোরেশন করুন।

    জাহাঙ্গীরঃ করলাম।

     

    বোর্ড ২ঃ আইনের শাসন কী?

    জাহাঙ্গীরঃ বললাম।

    বোর্ড ২ঃ বৈশিষ্ট্য কী কী?

    জাহাঙ্গীরঃ বললাম।

    বোর্ড ২ঃ How can you ensure peace and order and how will you contribute in maitaining good governance?

    জাহাঙ্গীরঃ বললাম।

    বোর্ড ২ঃ বাড়ি কই?

    জাহাঙ্গীরঃ বললাম।

     

    ★বোর্ড ৩ঃ সত্যেন্দ্রনাথ দত্তকে কী বলা হয়? (সহজ প্রশ্ন কিন্তু মনেই করতে পারিনি, কয়েক সেকেন্ড সময় নিয়ে বললাম,সরি স্যার, এইমুহুর্তে মনে করতে পারছি না।

    ★বোর্ড ৩ঃ It’s ok, সব্যসাচী লেখক কাকে বলা হয়?

    জাহাঙ্গীরঃ বললাম।

    বোর্ড ৩ঃ কেন বলা হয়?

    জাহাঙ্গীরঃ বললাম

    ★বোর্ড ২ঃ Describe your district.

     

    জাহাঙ্গীরঃ বললাম।

    ★বোর্ড ২ঃ পুলিশে আপনার অবদান কী হবে?

    জাহাঙ্গীরঃ বললাম।

    বোর্ড ৩ঃ ধন্যবাদ,আসুন।

    জাহাঙ্গীরঃ ধন্যবাদ দিয়ে বের হলাম।