Fri. Sep 29th, 2023

    ………………………….

    © মাহমুদ হাসান হৃদয়
    সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট….।
    বিসিএস প্রস্তুতিকে সমৃদ্ধ করতে Internet হতে পারে অনেক বড় একটি উৎস। আমরা যদি এর সঠিক ব্যবহার করতে পারি।
    ১. হাতের কাছে ইন্টারনেট কানেকশনসহ Laptop              বা Computer রাখার চেষ্টা করুন।
    ২. সাম্প্রতিক তথ্যের জন্য গাইড বইয়ের উপর নির্ভর না করে Internet থেকে প্রাপ্ত আপডেটেড তথ্য নোট করে রাখুন।
    ৩. প্রতিটি বিষয়ের জন্য কম্পিউটারে আলাদা আলাদা ফোল্ডার তৈরি করুন। তার ভেতর প্রতিটি বিষয়ের                              গুরুত্বপূর্ণ ফাইল রাখুন, এতে করে আপনার অনেক সময় বেচে যাবে।
    ৪. বাংলাদেশ বা আন্তর্জাতিক বিভিন্ন অঞ্চল অথবা বিষয়াবলির জন্য                   মানচিত্র সমূহ ইন্টারনেটে পাবেন,  সেগুলো আলাদা ফোল্ডার করে রাখতে পারেন।
    ৫. গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিভিন্ন বিষয়াবলি সংক্রান্ত গুরুত্বপূর্ণ উক্তি Internet থেকে                               সংগ্রহ করে টপিক অনুযআয়ী আলাদা আলাদা ফোল্ডারে রাখতে পারেন।

    …………………………

    ৬. অর্থনৈতিক সমীক্ষা, আদশুমারি থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক                     বিভিন্ন রিপোর্টের Soft Copy ডাউনলোড করতে পারেন, যা পরীক্ষায় কাজে লাগবে।
    ৭. বিজ্ঞানের বিভিন্ন চিত্র যেটা গাইড বইয়ে পাওয়া সম্ভব নয়, সেটাও Internet থেকে সংগ্রহ করতে পারেন।
    ৮. লিখিত অংশকে সমৃদ্ধ করতে Reference বই হিসেবে                           উল্লেখ এবং Reference বই থেকে তথ্য ব্যবহার করতে বিখ্যাত বিভিন্ন বই Download করে রাখতে পারেন।
    ৯. সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলির জন্য                               প্রয়োজনীয় বিভিন্ন গ্রাফ বা চার্ট ইন্টারনেট থেকেই পেয়ে পাবেন।
    ১০. মোট কথা, কোন বিষয়ে Confusion দেখা দিলেই ইন্টারনেটের সাহায্য নিতে পারেন।
    ১১. অবশ্যই ইন্টারনেটের Reliable ওয়েবসাইট                    কিংবা Source থেকে তথ্য সংগ্রহ করতে হবে।

    ………………………

    হাতের কাছে ইন্টারনেট কানেকশন রেখে তথ্য সংগ্রহ ও                        পরীক্ষায় সঠিকভাবে প্রয়োগ করতে পারলে ভালো নাম্বার পাওয়া সম্ভব।
    আপনার জন্য শুভকামনা রইলো। (মাহমুদ হাসান হৃদয় স্যারের ফেসবুক থেকে সংগৃহীত)