




…………………………





বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের জন্য ২০২১ একটি ব্যতিক্রমী বছর। দুই মাসেরও কম সময়ের মধ্যে সরকারি চাকরির প্রত্যাশীরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সুযোগ পাচ্ছেন। ৪১তম ও ৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যথাক্রমে ২৬ ফেব্রুয়ারি ও ১৯ মার্চ হবে। এবার ৪১তম বিসিএস পরীক্ষায় চার লাখ ৭৫ হাজার পরীক্ষার্থী অংশ নেবে।
……
সরকারি চাকরিপ্রত্যাশীদের হাতে খুব বেশি সময় নেই। কিন্তু করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলো এখন বন্ধ রয়েছে। কাজেই বাসায় বসে পরীক্ষার প্রস্তুতি নেয়া ছাড়া পরীক্ষার্থীদের কোনো উপায় নেই।





…………………………





লাইভ এমসিকিউ
লাইভ এমসিকিউ সরকারি ও অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির জন্য একটি অনলাইন এক্সাম অ্যাপ। এ অ্যাপে বিভিন্ন বিষয়ের ওপর এমসিকিউ পরীক্ষা দেয়ার সুযোগ রয়েছে। এতে রুটিন সেকশনে সিলেবাস ও পরীক্ষার সময়সূচি দেয়া থাকে। ফলে যে কোনো ব্যক্তিই এই অ্যাপের মাধ্যমে পরীক্ষার সুযোগ পেয়ে থাকেন। মডেল টেস্ট ও অন্যান্য লিখিত পরীক্ষার জন্য তারা ৮ থেকে ১০ টাকা এবং প্রতিদিনের বিষয়ভিত্তিক পরীক্ষার জন্য ৩ থেকে ৫ টাকা ধার্য করে। বিকাশ, রকেট, ইন্টারনেট বা এসএমএস ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকা পরিশোধ কর যায়।
ই-বুক কালেকশনস
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বই পড়া ব্যয়বহুল কাজ। কিন্তু ই-বুক কালেকশনসে সহজেই পরীক্ষার জন্য চোখ বুলিয়ে নেয়া যায়। বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ম্যাথ, বাংলা ব্যাকরণ ও সাহিত্য, ইংরেজি ব্যাকরণ ও সাহিত্য বিজ্ঞান, আইসিটি- প্রতিটি বিষয়ের অন্তত একটি করে বই রয়েছে ই-বুক কালেকশন্সে। বইগুলো বিভিন্ন খাতে বিভক্ত থাকে।





…………………………





ফেসবুক গ্রুপ
বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন ফেসবুক গ্রুপে যোগ দেয়া যেতে পারে। অনেক ফেসবুক গ্রুপে সরকারি চাকরি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন দেয়া থাকে। গণিতের বিভিন্ন সমস্যা সমাধান কিংবা সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয়ও অনেক গ্রুপে চর্চা করা হয়। আপনি অনায়াসে এসব ফেসবুক গ্রুপে পোস্ট করার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন।
ইউটিউব চ্যানেল
টেন মিনিট স্কুল, গুরুকুল এবং অন্যান্য ইউটিউব চ্যানেলে বিসিএস পরীক্ষার বিষয়ভিত্তিক ভিডিও আপলোড করা হয়। আপনি যেকোনো বিষয় লিখে ইউটিউবে সার্চ করলে এসব ভিডিও পেয়ে যাবেন। কোনো কোনো চ্যানেলে পরীক্ষায় কি করতে হবে কি করতে হবে না সেই বিষয়েও বলা হয়। এসব ভিডিও দেখে সহজেই পরীক্ষা সম্পর্কে জানা যায়।