Thu. Dec 7th, 2023

    পুলিশ যাদের ফার্স্ট চয়েজ তাদের জন্য আমার ভাইভা অভিজ্ঞতা নতুন দ্বার উন্মোচন করে দিবে। আই বেট।

    শুভ্র দেব
    এএসপি, ৩৮ তম বিসিএস(সুপারিশপ্রাপ্ত)
    মেধাক্রমঃ ৪০তম।
    পড়াশোনাঃ আন্তজার্তিক সম্পর্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
    সেশনঃ ১২-১৩

    ফার্স্ট চয়েজঃ বিসিএস পুলিশ। তারপর এডমিন, ট্যাক্স…)
    ভাইভার তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০১৯।
    বোর্ডঃ বিজ্ঞ সদস্য জনাব আব্দুল লতিফ স্যার।
    সিরিয়ালঃ ৪র্থ। (১২ জনের মধ্যে)

    ভিতরে গিয়ে আদাব দিয়ে বসলাম। লতিফ স্যার উনার হাজার বছরের সেই চিরায়ত লুক, ভ্রু কুচকে চোখ দুটা Psychiatrist দের মত করে আমাকে পর্যবেক্ষণ করতে লাগলো । আমার বুক ধকধক থাকলেও মুখে মুচকি হাসি।

    ★চেয়ারম্যান স্যারই শুরু করলেন।
    চেয়ারম্যান স্যারঃ হোয়াটস ইউর ন্যাম?
    আমিঃ উত্তর দিলাম।
    চেয়ারম্যান স্যারঃ হোয়াট ওয়াজ ইউর ইন্সটিটিউশান?
    আমিঃ আন্সারড।

    চেয়ারম্যান স্যারঃ So, you wanted to be a police? টেল মি দ্য ডিফারেন্স বিটুইন পিস্তল এন্ড রাইফেল।
    আমিঃ আন্সারড( উইথ স্টাম্বল) বাট নট এক্সেপ্টেড।

    চেয়ারম্যান স্যারঃ What is জসগস্কযব্হদগসব ট্র‍্যাজেডি ? (এরকমই হইসিল। আপনাদের মত আমিও বুঝিনি 😅)
    আমিঃ (হাবলার মত বললাম) Sir, I don’t get it।
    চেয়ারম্যান স্যারঃ (স্লো মোশনে) হোয়াট ইজ ইয়াসমিন ট্র‍্যাজেডি?
    আমিঃ জানতাম বাট মনে পড়ছিল না। একটু ভাবতেসিলাম। তিনি ছ্যাত করে বললেন, না পারলে ছেড়ে দেন। বললাম, সরি স্যার।

    চেয়ারম্যান স্যারঃ নুসরাত হত্যা মামলার কথা তো শুনেছেন? নুসরাত কার কাছে Death Clearance দেয়?
    মিঃ আন্সারড, but he wasn’t convinced😥
    চেয়ারম্যান স্যার বিরক্ত হয়ে এক্সটার্নাল-১ এর কাছে Push করলেন। এক্সটার্নাল-১ স্যারের চেহেরা ছিল অনেকটা হুমায়ুন ওমরেশ পুরির মত। রক্ত শীতল হয়ে গেসিল।

    এক্সটার্নাল-১ঃ সো, শুভ্র দেব ইউ আর লুকিং নার্ভাস। ঢাকায় থাকেন। বলেন, How many traffics are there in Dhaka city?
    আমিঃ উনি একবার বাংলা একবার English  বলায় Confused হয়ে জিজ্ঞাসা করি, স্যার বাংলা নাকি ইংরেজিতে উত্তর দিব?
    এক্সটার্নাল-১ঃ (বিদ্রুপের সুরে) বাংলায় তো করতে চাচ্ছেন বোধায়। করেন।
    আমিঃ স্যার, প্রায় ৭ লক্ষ (হুদাই ঢিল ছুড়সি, আমার বাপও বলতে পারবে না)

    এক্সটার্নাল-১ঃ হয়নি। ১৩ লক্ষ। এবার বলেন টোটাল রিক্সা কত?
    আমিঃ (ভাবলাম এবার একটু কম বলি) স্যার ৩ থেকে  ৪ লক্ষ।
    এক্সটার্নাল-১ঃ হয়নি। ৭ লক্ষ।
    আমিঃ ভোদাই মার্কা হাসি দিয়ে তাকায় আছি 😥

    এক্সটার্নাল-১ঃ আচ্ছা বলেন, আপনি তো DMP তে পোস্টিং পেতে পারেন। এই যে হিউজ ট্রাফিক, এসব Maintain করবেন কিভাবে?
    আমিঃ (১০-১২ সেকেন্ডে নিয়ে Answer গুছাইতেছিলাম, চেয়ারম্যান স্যার রেগে বললেন না পারলে ছেড়ে দেন। আমরা কি অগাধ টাইম নিয়ে বসছি নাকি?) Answered properly।

    এক্সটার্নাল-১ঃ এক্সট্রাডিশান ট্রিটি কি?
    আমিঃ Answered!
    এক্সটার্নাল-১ঃ বাংলাদেশের কোন কোন দেশের সাথে এক্সট্রাডিশান ট্রিটি আছে?
    আমিঃ উত্তর দিলাম।
    এক্সটার্নাল-১ঃ বাংলাদেশের বন্দি বিনিময় হইসে কোন কোন দেশের সাথে?
    আমিঃ স্যার ভারত।

    এক্সটার্নাল-১ঃ শুধু ভারত? Thailand এর সাথে হয়নি?
    আমিঃ কনফিউশান নিয়ে, না স্যার।
    এক্সটার্নাল-১ঃ ভুল উত্তর, থাইল্যান্ডের সাথেও হয়েছে বলে এক্সটার্নাল-২ঃ এর কাছে ঠেলে দিলেন।

    এক্সটার্নাল-২ঃ স্যার এতক্ষণ চুপচাপ শুনছিলেন আর পর্যবেক্ষণ করছিলেন। আমার প্রতি বেচারার মায়া প্রথম কোয়েশ্চেনেই টের পেলাম।
    এক্সটার্নাল-২ঃ বলো, পি আর বি কি?
    আমিঃ আন্সারড।
    এক্সটার্নাল-২ঃ কত সালে?
    আমিঃ আন্সারড।

    এক্সটার্নাল-২ঃ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর পার্থক্য কি?
    জানা উত্তর। একটু ভেবে বলতে যাবো তখনই টুট টুট টুট করে এলার্ম বাজলো। চেয়ারম্যান স্যার হন্তদন্ত হয়ে বলো টাইম ইজ আপ।
    ভাইভার টাইম ছিল ৭ থেকে ৮ মিনিট। লিটারালি, ২০০ নম্বরের ভাইভা ৭-৮ মিনিট!
    বিমর্ষ লাগছিল। উঠে চলে আসবো তখন চেয়ারম্যান স্যার বললেন,

    চেয়ারম্যান স্যারঃ আচ্ছা বলতো জি আর পি কি?
    আমিঃ খুব সুন্দর করে আন্সার করলাম।
    স্যার বললেন আচ্ছা যাও। সালাম দিয়ে, দোয়া চেয়ে বের হলাম।
    বের হয়ে হাটতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল, স্বপ্নটাকে কবর দিয়ে আসলাম।

    রিটেন ভালো হয়েছিলো। বাংলাদেশ বিষয়াবলিতে ২০ মার্ক ছাড়লেও কনফিডেন্স ছিল টোটাল ৫৬০-৫৭০ পাবো। বাট ভাইভা ভালো না হলে যে সাধারণ ক্যাডার আশা করাটা বোকামি!

    কিন্তু না, বিধাতা নিরাশ করেননি। 😍
    কোটাহীন এই ছেলেটাকে প্রথম BCS’এই পুলিশ ক্যাডার দিয়েছেন।
    সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসতেসে। দোয়া করবেন।

    ভালোবাসা রইলো সকলের প্রতি ❤