




© মাহমুদ হাসান হৃদয়
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
১. ৯ম -১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটি হাতের কাছে থাকা চাই। প্রিলি প্রস্তুতির অনেকাংশই এই বইটি কভার করবে।
২. অনেকের কাছেই BCS এর প্রিপারেশন মানেই সারাদিন কারেন্ট অ্যাফায়ের্স পড়া। এটা আমার কাছে সময় নষ্ট করার মতোই মনে হয়। কয়েকটা সাম্প্রতিক প্রশ্নের জন্য এত সময় ব্যয় করা বুদ্ধিমানের কাজ নয়।
৩. প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট পত্রিকার গুরুত্বপূর্ণ অংশ পড়ে ফেলুন, সাম্প্রতিক বিষয়ের প্রশ্ন নিয়ে চিন্তা করতে হবে না।





৪. বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে পরিক্ষায় একদম অপরিচিত প্রশ্ন পেলে, ছেড়ে দিবেন। নেগেটিভ নাম্বার বাড়ানোর দরকার নেই।
৫. সংবিধানের পকেট বুক থেকে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নাম্বার ও অনুচ্ছেদের বিষয়বস্তু সম্পর্কে শুধু ধারনা নিয়ে যান, Details পড়ার দরকার নেই।
৬. ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চ্যাপ্টার”গুলোতে যেন একটু বেশি নজর থাকে।
৭. বর্তমান সরকারের অর্জনগুলো দেখে যাবেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ভাষনের লিখিত রুপ সংগ্রহ করতে পারেন।
৮. আজকের বিশ্ব/ নতুন বিশ্ব বা যেকোন একটি বাংলাদেশ বিষয়াবলীর বই যথেষ্ট হবে।





৯. মুখস্থ নয়, মনযোগ সহকারে রিডিং পড়াই যথেষ্ঠ।
শুভকামনা রইলো।
© Worthy Talk BD || worthytalkbd