Mon. Jun 5th, 2023

    BCS ক্যাডার হওয়ার স্বপ্ন কে না দেখে? কিন্তু চাইলেই কি BCS ক্যাডার হওয়া যায়? বর্তমান প্রেক্ষা’পটে দেশের লাখো তরুণ-তরুণীরা স্নাতকে অধ্যয়নরত অবস্থায় বিসিএসে’র প্রস্তুতি নেয়া শুরু করতে দেখা যাচ্ছে।

     

    কারণ বিসিএস-এ উত্তীর্ণ হতে হলে অতিক্রম করতে হয় পর্যায়ক্রমে প্রিলি’মিনারি, লিখিত, মৌখিক পরীক্ষা-সহ পুলিশ ভেরিফিকেশন। এত কিছুর পরেও সবার দৃষ্টি থাকে বিসিএসের ওপর। কারণ, অনেকে মনে করেন; বিসিএস এ যেমন সম্মান আছে তেমনি আছে ক্ষমতা, আছে শুদ্ধতা।

    পরিবার, শিক্ষক পাশাপাশি বন্ধুদের অনুপ্রেরণায় ৩৮তম বিসিএস-এ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কৃষিবিদ মোঃ রাসেল রানা।

    শিক্ষা জীবনে কৃষিতে অনার্স এবং মৃত্তিকা বিভাগে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন তিনি। চাকরি জীবনের প্রথম পরীক্ষাতেই তাক লাগিয়ে দিয়েন দিনাজপুরের এই কৃতি সন্তান।

     

    ★প্রিলিমিনারির জন্য কী কী বই পড়া উচিত বলে মনে করেন ?

    এ প্রশ্নের জবাবে রাসেল রানা বলেন,

    আমার ব্যক্তিগত পছন্দের প্রিলিমিনারি বুকলিস্ট হচ্ছেঃ

    >English: Competitive English, SOS / Master

    >English literature: শরীফ স্যারের A handbook of English literature

    >গণিতঃ শাহিন’স ম্যাথ/ Khairul’s math

    >মানসিক দক্ষতাঃ শাহিন/ওরাকল/সানোয়ার।

    >সুশাসনঃ নাইম স্যারের বেসিক ভিউ থেকে।

    >বাংলাঃ জর্জ MP3 /প্রফেসরস।

     

    >বাংলাদেশঃ জর্জ MP3/প্রফেসরস, ৯ম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।

    >আন্তর্জাতিকঃ জর্জ MP3 /প্রফেসরস

    >ভুগোলঃ জর্জ MP3 / প্রফেসরস, ৯ম-দশম শ্রেণীর ভূগোল।

    >বিজ্ঞানঃ জর্জ MP3 /প্রফেসরস

    >কম্পিউটারঃ জর্জ MP3 /প্রফেসরস

     

    ★এছাড়াও নিচের বইগুলোকে আমি বলি best helpers:

    *প্রফেসরস জব সলুশন

    *সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান (Confidence)

    *সংক্ষিপ্ত সাধারণ গণিত (Confidence)

    *নাইম স্যারের বেসিক ভিউ (প্রিলি)

    *Inception Plus (বোর্ড বই সংকলন)

    *এসুরেন্স ডাইজেস্ট

    ★যেকোনো দুটি মডেল টেস্ট পুরো সলভ করবেনঃ এসুরেন্স/ প্রফেসরস/ জ্ঞানদীপ/ অদিতি/ কনফিডেন্স

    (এগুলোর থেকে ভালো বই বাজারে/লাইব্রেরিতে থাকতে পারে। হয়ত আমি পড়িনি)

     

    ★কখন থেকে বিসিএসের প্রস্তুতি শুরু করা উচতি বলে মনে করেন?

    রাসেল রানাঃ চতুর্থ শিক্ষাবর্ষ থেকে। সর্বনিম্ন তৃতীয় শিক্ষাবর্ষ থেকে। এর আগে অন্যান্য বই পড়ুন। একাডেমিক পড়াশোনা করুন। জীবন উপভোগ করুন। বিসিএস আপাতত নয়।

    অতি দীর্ঘ সময় একই জিনিস পড়লে আগ্রহ হারিয়ে যেতে পারে। তাই যখন শুরু করবেন ফুল স্পিডে, ফুল ফোকাসে, ফুল চার্জ নিয়ে শুরু করবেন যেন ২-৩ বছর টানা দৌঁড়াতে পারেন। (আমি মাস্টার্স শুরুর ৪ মাস পর শুরু করেছিলাম)

     

    ★প্রতিদিন কতটুকু পড়া উচিত? 

    রাসেল রানাঃ এটা নির্ভর করে আপনার কত তাড়াতাড়ি পড়া মুখস্থ হয় আর কতদিন তা মনে থাকে তার উপর।

    (আমি দিনে পড়তাম আর রাতে কিছু সময় নোট করতাম)। নিজের অবস্থা বিবেচনায় ব্যবস্থা নিন।

    তথ্যসূত্রঃ আই নিউজ

    ©Worthy Talk BD || Worthytalkbd