Thu. Sep 21st, 2023

    ৪২তম বিসিএসে (বিশেষ) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে পদ স্বল্পতার কারণে যারা ক্যাডার পায়নি, তারা নন ক্যাডারের জন্য আবেদন করতে পারবেন। নন-ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৬ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

    সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪২তম বিসিএসের (বিশেষ) লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ‘সহকারী সার্জন’ পদে সুপারিশ প্রাপ্ত নন, এমন ১ হাজার ৯১৯ জন প্রার্থীর মধ্যে যারা নন ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ অনুযায়ী এমবিবিএস যোগ্যতা সম্পন্ন প্রথম শ্রেণির (গ্রেড-৯) নন-ক্যাডার পদে চাকরিতে আগ্রহী তাঁদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ শনিবার আবেদন শুরু, চলবে ১৬ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নন-ক্যাডারে আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জানতে ক্লিক করুন এখানে