




যারা বিসিএস অথবা অন্যান্য সরকারি চাকরি পেতে চান কিন্তু করোনার এই সময়ে যারা বাসায় গুরুত্বপূর্ণ কাজ বিহীন অবসর সময় পালন করছেন তাদের জন্য কয়েকটি কথাঃ
১. ইংরেজি, অংক ও বিজ্ঞান যত’টুকু পারা যায় খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে পারলে ভালো হয়!
২. নিয়ম করে বাংলা ও ইংরেজি পত্রিকা পড়ুন! (বিশেষ করে উপ- সম্পাদ’কীয় কলাম)





৩. বিসিএস কেন্দ্রিক বাজারে প্রচলিত যে কোন একটি গ্রামার ও সাহিত্যের বই (যেটি পড়তে আপনার ভালো লাগে) সময় নিয়ে পড়ুন!
৪. গণিতের প্রত্যেক-টি অধ্যায় (প্রাসঙ্গিক) বারবার প্রাক্টিস করুন!
৫. প্রাথমিক’ভাবে সমস্যা (অংক) সমা-ধানের জন্য সময় নিন! বুঝে বুঝে সমাধান করুন!
৬. এরপর যত দ্রুত পারা যায় সমস্যা সমা;ধানের চেষ্টা করুন!
৭. যাদের ব্যাক*গ্রাউন্ড কমার্স এবং আর্টস তারা বিজ্ঞানের ক্ষেত্রে কোচিং/শিক্ষক/অন্য কারো সাহায্য নিন!এতে অল্প সময়ে আপনার কাভারেজ অনেক বেশি হবে!





সুস্থ থাকুন,নিরাপদ থাকুন!
মোঃ খায়রুল ইসলাম
৩৫তম বিসিএস (প্রশাসন)