Sat. Sep 23rd, 2023

    লেখক : শাহেদ হোসাইন

    সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস এন্ড ভ্যাট), জাতীয় রাজস্ব বোর্ড (NBR), (সুপারিশপ্রাপ্ত, ৩৭তম বিসিএস নন ক্যাডার)।

    ১. সিলেবাস বিশ্লেষণ না করে অন্ধের মত প্রস্তুতি নেন।

    ২. বিগত মাত্র এক বছরের প্রশ্ন দেখেই সিদ্ধান্ত নেন পরেরবার ঠিকই একই ধরনের প্রশ্ন হবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেন আর নিজের দুই পায়ে নিজেই সজোরে কুড়াল মারেন।

    ৩. সাধারণ জ্ঞানের পিছে মাত্রা’রিক্ত সময় ব্যয় করেন। সাধারণ জ্ঞানে অসা’ধারণ হবার কোন মানেই হয় না। মহাসাগর-গুলোতে কত ঘন লিটার পানি আছে এরকম তথ্য জানা কি খুব জরুরি?

     

    ৪. সাম্প্র-তিকের পিছে পাগলা ঘোড়ার মত ছুটতে থাকেন। গতকাল কত মিলি বৃষ্টি হয়েছিল, আজ কত মিলি বৃষ্টি হয়েছে? এত আপডেটেড না হলে কি ফেল করবেন?

    ৫. বিভিন্ন বিষয়ের এত বেশি গভীরে জানা শুরু করে্ন যার গভীরতা মারি’য়ানা ট্রেঞ্চের চেয়েও বেশি। নিউটনের সেই আপেল কাঁচা ছিল না কি পাকা? দামই বা কত ছিল?

    এত উৎসাহ কেন ভাই? বিসিএস পরীক্ষা দিবেন না কি আপেল ক্রয়/বিক্রয় করবেন? প্রতি বিষয়ে পিএইচডি করা ছাড়াও আপনি প্রিলিমিনারি পাস করতে পারবেন।

    ৬. অবান্তর প্রশ্ন আবিষ্কার করেন। চর্যাপদে কয়জন ডান-হাতি, কয়জন বাম-হাতি লেখক আছেন এমন তথ্য আবিষ্কার করে মূল্যবান সময় নষ্ট করেন।

    ৭. কনফিউশন-যুক্ত প্রশ্ন নিয়ে নিজেই সারাদিন কন’ফিউজড থাকেন। ১০ এপ্রিল আর ১৭ এপ্রিল নিয়ে আলোচনা করে বছর পার করে দেওয়া যাবে কিন্তু

     

    এত গবে’ষণার কী দরকার। এটি পরীক্ষাতে আসলেও আরও ১৯৯টি প্রশ্ন তো আছে পাস করার জন্য। Am I right or wrong?

    ৮. মাসের পর মাস শুধু এক বিষয় পড়তে থাকেন। পরে বুঝতে পারেন পেছনের সব ভুলে শেষ-the end- বিদায় পৃথিবী- বিদায় বিসিএস!

    ৯. আলাদিনের চেরাগ বা ম্যাজিক বুকের সন্ধান করেন যেটা পড়লে নিশ্চিত প্রিলি পাস। ১০০% গ্যারান্টি।

    ১০. বিজ্ঞানের ছাত্র/ছাত্রীরা পারি পারি বলে ম্যাথ করেন না আর পরীক্ষার হলে 🙁

    মূলত নতুনরা অভিজ্ঞতার অভাবেই এসব ভুল করে থাকেন। আশা করি আপনি এসব ভুল করবেন না।

     

    আমি চাই আপনারা আমার মত ঠকে না শিখে, আগেই শিখে ফেলুন। লেখাটি ভাল লাগলে শেয়ার না করলে কিন্তু আরেকটা ভুল হবে my dear brothers and sisters.

    নিরন্তর শুভ কামনা 🙂