




ভাইভা বোর্ডে যাঁরা থাকেন, তাঁরা কিন্তু নানাভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমেই আপ’নাকে তাঁদের প্রতিষ্ঠানে নিয়োগ দেবেন। একজন চাকরি-প্রার্থীর শিক্ষাগত যোগ্য’তার পাশাপাশি তাঁর স্মার্টনেস, উপস্থাপন কৌশল, বাচন*ভঙ্গি এসব বিষয়ও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। ভাইভা বোর্ডে ঢুকেই অনেকে নিজের অজান্তে প্রথমেই নিজেকে অযোগ্য প্রমাণ করে বসেন।
নিয়োগদাতারা তেমন কোনো প্রশ্ন না করেই বা সৌজন্য’তার খাতিরে দু-একটি প্রশ্ন করেই বিদায় করে দেন। এ রকম পরিস্থিতি এড়াতে ও নিজেকে যোগ্য করে উপ’স্থাপন করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয় ; এখন আসি সরকারি এবং বেসরকারি চাকুরীর ভাইভা তে সাধারণত ফ্রেশার এবং চাকুরীর পূর্ব অভিজ্ঞ’দের যেসকল প্রশ্ন করা হয় সে প্রসঙ্গেঃ





ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো প্রায়-ই করা হয়ঃ-
- আপনার নাম কি?-
- আপনার নামের অর্থ কী?-
- এই নামের একজন বিখ্যাতব্যক্তির নাম বলুন?
- আপনার জেলার নাম কী?-
- আপনার জেলাটি বিখ্যাত কেন?-
- আপনার জেলার একজন বিখ্যাতমুক্তিযোদ্ধার নাম বলুন?-
- আপনার বয়স কত?-
- আজ কত তারিখ?
- আজ বাংলা কত তারিখ?-
- আজ হিজরি তারিখ কত?-





- আপনি কি কোনো দৈনিকপত্রিকা পড়েন?-
- পত্রিকাটির সম্পাদকের নামকি?
- আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুণ।
- আপনার জেলার নাম কি? জেলা সম্পর্কে ১ মিনিট বলুন।
- আপনার জেলার বিখ্যাত কিছু মানুষের নাম বলুন এবং তারা কিকারনে বিখ্যাত তা আলোচনা করুণ।
- আপনার বয়স, জন্ম তারিখ কত?
- আপনি কি কোন দৈনিকপত্রিকা পড়েন? পড়লে সম্পাদকের নাম কি?
- বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন তা বলেন?
- আপনার পরিবার সম্পর্কে বলুন।
- আমরা আপনাকে কেন চাকুরিটা দিব?





- বিয়ে করেছেন? কেন করেছেন/করেননি? বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কি?
- আরো পড়াশুনা করার ইচ্ছা আছে কি? কেন নেই ইচ্ছা?
- এর আগে কোথায় জব করেছেন? সেখানে কি ধরনের কাজ করেছেন?সে জবটি কেন ছেড়ে দিতে হলো?
- আপনার নিজের সম্পর্কে (ইংরেজিতে/বাংলাতে) বলুন?
- আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন?
- আপনার নিজের Strength / Weakness (SWOT: S-Strength ,W-Weakness, O-Opportunity, T-Threat) কি কি বলে মনে করেন?
- একটি শব্দে/তিনটি শব্দে আপনি নিজেকে কিভাবে ব্যাখ্যা করবেন?
- যে পদের জন্য আবেদন করেছেন তাঁকে অন্যগুলোর সঙ্গে কিভাবে তুলনা করবেন?
- আপনার তিনটি গুন ও দুর্বলতার কথা কি বলতে পারেন?
- বর্তমান চাকুরীটি কেন ছেড়ে দিতে চান ?
- ক্যারিয়ারের কোন বিষয়টি নিয়ে আপনি গর্ব করবেন?
- কোন ধরনের বস ও সহকর্মীদের সাথে কাজ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন সফল হয়েছেন? কেন?
- একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে চিন্তা করেছিলেন?
- যেকোনো ১ টি প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ পেলে আপনি কোথায় চাকুরী করতেন?





- আগামীকাল কোটি টাকা হাতে পেয়ে গেলে আপনি কি করবেন?
- আপনার বস অথবা জ্যেষ্ঠ কর্মকর্তা দ্বারা কি কখনো সততা বিসর্জনের প্রস্তাব পেয়েছেন?
- আপনার সঙ্গে কাজ করতে না চাওয়ার ১ টি কারণ বলতে পারেন?
- এতদিন কাজ থেকে দূরে ছিলেন কেন?
- এই ইন্টার্ভিউয়ের জন্য কিভাবে সময় পেলেন?
- একটি সমস্যার কথা বলুন যার সমাধান আপনি নিজে করেছেন?
- আপনি নেতৃত্ব দিয়েছেন বা দলগতভাবে কাজ করেছেন এমন একটি অবস্থার বর্ণনা দিন?
- আগামী ৫-১০ বছরে নিজেকে কোথায় দেখতে চান
- আপনাকে আমাদের কেন নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন?
- আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চান?
- হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক বলতে কি বুঝেন?
- চাপের মধ্যে কাজ করা (Work under Pressure) বলতে কি বুঝেন?
- ভ্রমন করাকে কিভাবে দেখছেন? প্রয়োজনে ভ্রমন বা ট্রান্সফার হওয়াকে কিভাবে গ্রহন করবেন?
- আপনার জীবনের লক্ষ্য কি?





- কি আপনাকে রাগিয়ে তোলে?
- কি আপনাকে প্রেরণা (Motivation) যোগায়?
- আপনার জীবনের করা কিছু ক্রিয়েটিভ কাজের উদাহরণ দিন?
- আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলকে সাথে নিয়ে কাজ করা কে বেশি গুরুত্ব দেন?
- আপনার করা কিছু দলগত কাজের উদাহরণ দিন?
- লিডার হিসেবে নিজেকে আপনি ১ থেকে ১০ এর মাঝে কত দিবেন?
- রিস্ক নিতে কি পছন্দ করেন?
- আপনার পছন্দের কিছু চাকরি, অফিস লোকেশান এবং কোম্পানির উদাহরণ দিন? ৩২। আমাদের কোম্পানি সম্পর্কে কিছু বলুন?
- আজ থেকে দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান নিজেকে?
- আপনার আগের কোম্পানি থেকে কেনো চাকরি ছেড়ে দিতে (Resign) দিতে চাচ্ছেন?
- কাজ থেকে কেন অনেক দিন বাহিরে ছিলেন?
- অনেক গুলি কোম্পানি কেনো পরপর পরিবর্তন করেছেন?
- আপনার করা সবচেয়ে বিরক্তিকর কাজ কি ছিলো?
- সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছিলেন তা কি ছিলো?
- আপনাকে যদি আমরা নিয়োগ দেই কি কি পরিবর্তন আপনি আনতে পারবেন বলে মনে করছেন?





- আপনার কি মনে হয় যে আপনি আপনার আগের কাজে আপনার সর্বোচ্চটা দিয়েছিলেন?
- আপনার চেয়ে বয়সে ছোট কাউকে রিপোর্ট করাকে কিভাবে দেখবেন আপনি? ৪২। আপনি কি আপনাকে সফল মনে করেন?
- আপনার জ্ঞান বৃদ্ধির জন্য বিগত বছরে কি কি করেছেন?
- আর কোথায় কোথায় চাকরির জন্য আবেদন করেছেন?
- আমাদের কোম্পানির কারো সাথে কি পরিচয় আছে?
- আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় কত দিন আমাদের সাথে কাজ করার ইচ্ছে আছে?
- আপনি কি কাউকে কখনো চাকরি থেকে বরখাস্ত করেছেন? কেন করেছিলেন, কি পন্থা অবলম্বন করে করেছিলেন? তখন আপনার প্রতিক্রিয়া কি ছিলো?
- ব্যখ্যা করুন আপনি কিভাবে আমাদের জন্য মূল্যবান সম্পদ হবেন?
- আপনার দেওয়া কোন সাজেশন ম্যানেজমেন্ট গ্রহন করেছে এমন একটি উদাহরণ দিন?
- আপনার কলিগদের আপনার সম্পর্কে কি মন্তব্য?
- নতুন টেকনোলজিকে কিভাবে গ্রহন করছেন আপনি? কি কি সফটওয়্যার এর সাথে আপনি পরিচিত?





- আপনার শখ কি বা কি করতে ভালো লাগে?
- আপনার নিজের জ্ঞান সম্পর্কে বলুন?
- আপনি কে?