Tue. May 30th, 2023

    এস,এম,নুরুন্নবী 

    সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সুপারিশকৃত) 

    ৩৮তম বিসিএস প্রশাসন

     

    গত পোস্টে আমি ৪৩তম BCS নতুন Applicant-দের জন্য একেবারে শুরুর দিকের কিছু দিকনির্দেশনা দিয়েছিলাম।

    সেখানে ছিলো এক সপ্তাহ ব্যাপী উঁকিঝুঁকি ও Facebooking কর্মকান্ড। এবার পড়াশোনা শুরু করবো….

     

    আগের লেখায় দুটো Subjective Model Test বইয়ের কথা বলেছিলাম,

    ১) Inception সাবজেক্টিভ মডেল টেস্ট

    ২) প্রিসেপ্টর্স মডেল টেস্ট (সাবজেক্ট বেজড)

    যে কোন একটি বই নিলেই চলবে।

    এবার আগামী ৩ সপ্তাহের জন্য একটি প্ল্যান রেডি করুন। সেটা ৪ সপ্তাহ, ৬ সপ্তাহ বা আপনার ইচ্ছে মত ও হতে পারে।

     

    ★★প্ল্যানটা এরকম হতে পারেঃ

     

    ★১ম সপ্তাহ- বাংলা ২য় পত্র

    সিলেবাসের- মডেল টেস্ট নং ১ ও ২

    টপিক হলো- প্রয়োগ -অপপ্রয়োগ, বানান- বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীত শব্দ।

     

    ★গণিত- মডেল টেস্ট -১

    টপিক- বাস্তব সংখ্যা, লসাগু-গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা,অনুপাত সমানুপাত, লাভ ক্ষতি…/

    ★ইংরেজি – মডেল টেস্ট- ১

    টপিক- Parts Of Speech.

    পড়া কি অনেক বেশি মনে হচ্ছে….? আচ্ছা, একটু কমানো যাক। প্রতিদিন ১ অথবা ২ ঘন্টা গণিত এবং ১ অথবা ২ ঘন্টা ইংরেজি পড়া চালিয়ে নিতে হবে।

     

    দৈনিক গণিত ও ইংরেজি Syllabus পড়ে ১৫ দিনে একটা Model Test দেয়া যেতে পারে। অর্থাৎ, গণিত ও ইংরেজি ১৫ দিনে একটা Model Test দিলেন। এতে প্রতিদিন গণিত ও ইংরেজি পড়াও হলো, আবার অন্য সাবজেক্টের পড়াও চললো।

    যদি আপনার মনে হয়, এক সপ্তাহেই ৩টি Model Test’র পড়া শেষ করা সম্ভব, তাহলে খুবই ভালো। অথবা ১৫/১২/১০ দিনে গণিত ও English’র সিলেবাস শেষ করুন। আপনার যেমন ইচ্ছা ও সুবিধা….

     

    ১ম সপ্তাহের মূল পড়ার বিষয় ছিলো – বাংলা ২য় পত্র। শুরুতেই আমি ৪ সপ্তাহের পড়ার বিষয় ঠিক করতে বলেছিলাম। কারণ বাংলা ব্যকরণ পড়তে পড়তে বিরক্তি আসলে যাতে ফাঁকে ফাঁকে ২য় সপ্তাহের পড়ার কিছু অংশ এগিয়ে রাখা যায়। এতে বিরক্তিও কমবে, আবার পড়ার চাপও কমে আসবে।

    অনেকেই একাধারে একই সাবজেক্ট পড়তে পারেন না, যেমন- আমি পারি না। তবে যারা একটা সাবজেক্ট শেষ না করে অন্য সাবজেক্ট পড়তে পারেন না, তারা নিজেদের মত সাজিয়ে নিবেন।

     

    Math বোর্ড বই করার সুযোগ এখনই। এরপরে বোর্ড বই করার সুযোগ আর পাওয়া যাবে না। বোর্ড বইয়ের Math করার ফলে বেসিক শক্ত হবে, Written  প্রস্তুতিও এগিয়ে থাকবে।

    Syllabus  শেষ হলে Model Test পরীক্ষা দিন, কত নম্বর পেলেন সেটা তুলে রাখুন।

     

    বোর্ড বই ছাড়া- গণিতে’র জন্য Khairul’s Basic Math এবং ইংরেজি’র জন্য Master English প্রেফার করি। এছাড়া আপনার অন্যকোন বই ভালো লাগলে সেটাও নিতে পারেন।

    ★কিছু বিশেষ দিকঃ

    * পড়ার সময় দাগিয়ে পড়া ভালো। কোন অংশ গুরুত্বপূর্ণ মনে হলে নোট নেয়া উচিৎ।

    সহজে বোঝার জন্য নিজে খাতায় সাজিয়ে লিখতে পারেন।

     

    * নোট নিলে পরবর্তীতে নতুন কিছু সংযোজন করার জন্য পর্যাপ্ত জায়গা রাখুন।

    * টেক্সট বই পড়ার পর Inception Plus (টেক্সট বুক গাইড) বই হতে একই বিষয় আবার পড়ুন বা দুটি বই একত্রে মিলিয়ে পড়ুন।

     

    এছাড়া এসময় কিছু রেফারেন্স বই বা মৌলিক বই পড়ে রাখতে পারলে খুব কাজে দেবে বেসিক গড়ে উঠার জন্য।

    পড়ার রুটিন এবং এর ধারাবাহিকতা- নতুনরা এই বিষয়দুটি  এখন থেকে কঠোরভাবে মেনে চলবেন ।

    গত পোস্টের লিংক- http://worthytalkbd.com/৪৩তম-বিসিএস-প্রস্তুতি-worthytalkbd-148/

    আমার জন্য দোয়া করবেন🥰🥰🥰

    Worthy TAlk BD // worthytalkbd