Sat. Sep 23rd, 2023

    …………………

    প্যাসেজে প্রচুর নাম্বার তোলা যায়। আমি ৩০ এ প্রায় ২৭ /২৮ পেতাম Model Test  এ। কারণ হলো প্রশ্নের ডিমান্ড বুঝে লিখা। আপনার যদি কারণ চায় আপনি  Reasons are given below: লিখে পয়েন্ট আকারে দুয়েকটা কারণ দিবে।।
    “লেটার টু এডিটর” অংশে লেটার আপনার বানানো লেখার মতো না। এখানে প্যাসিভ এ অনেক সময় লিখতে হয়। কিছু কথা কমন আসে তবে এর ভিতর                        আপনার দক্ষতা  তুলে ধরুন যেমনঃ Government introduces    initiative and it is praiseworthy. এটাকে এভাবে লিখুন Initiative taken by government is praiseworthy.   Sentence making দ্বারা ও একজন স্যার                            আপনার ইংরেজি দক্ষতা বুঝতে পারে।নরমাল বাক্যই একটু গুছিয়ে লিখুন।
    Summary  লেখার সময় গুরুত্বপূর্ণ কথাগুলো লিখবেন। যেমন ধরুন যদি আসে শিশুশ্রম নিয়ে তাহলে প্রথমেই                            এটা আমাদের সমাজের দুঃখজনক বাস্তবতা যা অনেক দরিদ্র ছেলে-মেয়েদের নিয়তি। তারপর এর কারণ ও ফলাফল দিবেন। শেষ লাইনটা নিজের মনের মতো মন্তব্য দিয়ে শেষ করবেন।এই শেষটাই চোখে পড়ে বেশী।
    ★সহজ প্যাসেজ হলে সবাই ভালো করবে তাই প্যাসেজ তাড়াতাড়ি  শেষ করে রচনা ভালো করে লিখবেন।

    ……………………।।

    ★কঠিন প্যাসেজ হলে আপনার সুবিধা  কারণ অনেক প্রার্থী এখানে খারাপ করে রচনা লেখার সময় পাবেনা বেশি।
    ★প্যাসেজের মায়ায় পড়বেন না। দুই ঘন্টায় প্যাসেজ                     যেভাবে হোক শেষ করবেন। আগে শেষ হলে আরো ভালো, রচনা লিখার টাইম বেশি পাবেন। ৪০তম বিসিএস এর Passage  দেড়ঘন্টায় শেষ করেছে অনেকে। প্যাসেজে বেশী সময় দিলে অনুবাদ নিয়ে ভাবতে পারবেন না। আর রচনা এতো কষ্ট করে আয়ত্ত                       করে কিছুই লিখে আসতে পারবেন না।
    ★একটা কথা মনে রাখবেন, আপনি Passage খুব বেশি ভালো লিখে হয়তো 5/10 বেশি পাবেন কিন্তু রচনা খারাপ হলে নিমিষেই                              পঞ্চাশ  থেকে বিশ এ নাম্বার চলে আসবে।তাই প্যাসেজ আবেগ দিয়ে লিখবেন না।সহজ কথায় কঠিন হোক সহজ হোক যেভাবেই হোক নির্ধারিত সময়ে শেষ করবেন না হলে রচনা  ভালো না করে লিখার                           আফসোস  থাকবে রিটেন রেজাল্টের পূর্ব দিন পর্যন্ত।

    © ইমা হালিমা, প্রভাষক(ইংরেজি), ৩৮তম বিসিএস।