




পর্ব-২: বিজ্ঞানঃ
BCS লিখিত পরীক্ষায় ভাল নাম্বার পেতে বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Written সিলেবাস অনুযায়ী বিজ্ঞানকে ৩টি অংশে ভাগ করা হয়েছে।
ক. সাধারণ বিজ্ঞান (৬০)
খ. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (২৫)
গ. ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস টেকনোলজি (১৫)
ক. সাধারণ বিজ্ঞান:
বিজ্ঞানের এই অংশে সাধারণত সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। সুতরাং এই অংশের সৃজনশীল প্রস্তুতি ভাল নাম্বার অর্জনে সহায়ক হবে।





♥অধ্যায়ভিত্তিক সহায়িকা:
★আলো(*):
-ওরাকল বিজ্ঞান গাইড
-একাদশ অধ্যায়, ৮ম শ্রেণির সাধারণ বিজ্ঞান
-একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থ বিজ্ঞান-২য় পত্র (শাহজাহান তপন)
★শব্দ(***):
-ওরাকল বিজ্ঞান গাইড।
-৭ম অধ্যায়,৭ম শ্রেণির বিজ্ঞান।
-একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থ বিজ্ঞান-১ম পত্র (শাহজাহান তপন)।





★চুম্বকত্ব(**):
-ওরাকল বিজ্ঞান গাইড।
-একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থ বিজ্ঞান-২য় পত্র (শাহজাহান তপন)।
★অম্ল,ক্ষারক ও লবণ(***):
-ওরাকল বিজ্ঞান গাইড।
-১০ম অধ্যায়,৮ম শ্রেণির বিজ্ঞান।
-৭ম অধ্যায়,৯ম-১০ম শ্রেণির সাধারণ বিজ্ঞান।
★পানি(***):
-ওরাকল বিজ্ঞান গাইড।
-২য় অধ্যায়,৯ম-১০ম শ্রেণির সাধারণ বিজ্ঞান।





★আমাদের সম্পদ(**):
-ওরাকল বিজ্ঞান গাইড।
-৮ম অধ্যায়,৯-১০ম শ্রেণির সাধারণ বিজ্ঞান।
★পলিমার(*):
-ওরাকল বিজ্ঞান গাইড।
-৬ষ্ঠ অধ্যায়,৯-১০ম শ্রেণির সাধারণ বিজ্ঞান।
★বায়ুমণ্ডল(***):
-ওরাকল বিজ্ঞান গাইড।
-৯-১০ম শ্রেণির মাধ্যমিক ভূগোল।





★খাদ্য ও পুষ্টি(***):
-ওরাকল বিজ্ঞান গাইড।
-১৩ তম অধ্যায়,৮ম শ্রেণির বিজ্ঞান।
-১ম অধ্যায়,৯-১০ম শ্রেণির সাধারণ বিজ্ঞান।
★জৈব প্রযুক্তি(***):
-ওরাকল বিজ্ঞান গাইড।
-একাদশ অধ্যায়,৯-১০ম শ্রেণির সাধারণ বিজ্ঞান।
★রোগ ও স্বাস্থ্য পরিচর্যা(***):
-ওরাকল বিজ্ঞান গাইড।
-১৪ তম অধ্যায়, ৯ম-১০ম শ্রেণির সাধারণ বিজ্ঞান।





খ. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি:
এই অংশে নন-সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। সুতরাং সৃজনশীল প্রস্তুতি নেওয়ার দরকার নাই।
সহায়িকা:
-ওরাকল বিজ্ঞান গাইড।
-একাদশ-দ্বাদশ শ্রেণির ‘কম্পিউটার ও তথ্য প্রযুক্তি’।
গ. ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস টেকনোলজি:
এই অংশেও নন-সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে।
সহায়িকা:
-ওরাকল বিজ্ঞান গাইড।
-৯ম অধ্যায়,৮ম শ্রেণির বিজ্ঞান।
-দ্বাদশ অধ্যায়,৯-১০ম শ্রেণির সাধারণ বিজ্ঞান।
-একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থ বিজ্ঞান-২য় পত্র (শাহজাহান তপন)।





♦Point to be noted:
-‘To the point’- এ উত্তর করবেন।
-চিত্র আঁকতে পেন্সিল এবং বিক্রিয়া লিখতে কালার পেন (নীল) ব্যবহার করবেন।
-যেহেতু ‘সাধারণ বিজ্ঞান’ অংশে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে সেহেতু এই অংশের(৮ম; ৯-১০ম শ্রেণির বিজ্ঞান বইয়ের সিলেবাস সংশ্লিষ্ট অধ্যায়) সৃজনশীল প্রস্তুতি নিতে হবে।
-‘কম্পিউটার ও তথ্য প্রযুক্তি’ এবং ‘ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস টেকনোলজি’ অংশে সাধারণত পূর্বের বিসিএসের প্রশ্ন রিপিট করা হয়। সুতরাং এই অংশের প্রস্তুতির জন্য পূর্বের বিসিএসের প্রশ্নগুলো ভাল করে সলভ করতে হবে।





|| ধন্যবাদ ||
শুভকামনায়,
-মোঃ আব্দুল্লাহ আল বাকী
-সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
পর্ব-১ঃ http://worthytalkbd.com/বিসিএস-লিখিত-প্রস্তুতি-399/