Mon. Jun 5th, 2023

    ©এস,এম,নুরুন্নবী 

    সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,

    ৩৮তম বিসিএস।

    আমার মতে ৪৩তম BCS প্রার্থী যারা, তারা এখন বেশ কিছু রেফারেন্স বই এবং বেসিক বই পড়তে পারেন, যা তাদের সামগ্রিক BCS যাত্রায় একটি মৌলিক প্রস্তুতি গ্রহণে সহায়ক হবে। এমনিতেও একজন মানুষের প্রতিদিন অন্তত ১৫/২০ পৃষ্ঠা বই পড়া উচিৎ। সেদিক থেকে চিন্তা করলেও নিম্নোক্ত মৌলিক গ্রন্থাবলী পড়ার উপকারিতা নেহায়েত কম না।

    আমি সাবজেক্ট ভিত্তিক কিছু বইয়ের নাম দিচ্ছি, এগুলো ৪৩ তম বিসিএস প্রার্থীগণ এখন থেকে পড়ে নিতে পারেন।

     

    ★বাংলাঃ-  

    * বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আব্দুল হাই/সৈয়দ আলী আহসান)

    * বাংলা সাহিত্যের ইতিহাস (ডঃ মাহবুবুল হক)

    ★বাংলাদেশ বিষয়াবলীঃ –

    *পলাশী থেকে একাত্তর (সাহাদত হোসেন খান)

    * আজব ও জবর আজব অর্থনীতি (ডঃ আকবর আলী খান)

    * সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি (ব্যারিস্টার আব্দুল হালিম)

     

    ★আন্তর্জাতিক বিষয়াবলীঃ-

    * বিশ্ব রাজনীতির ১০০ বছর (১ম ও ২য় খন্ড)- তারেক শামসুর রেহমান

    * আন্তর্জাতিক সম্পর্কঃ সংক্ষিপ্ত ইতিহাস (আব্দুল হালিম)।

    ………………এগুলো পড়বেন অবশ্যই।

    ★এছাড়া একজন প্রিলিমিনারি প্রার্থী অবশ্যই নিজের কাছে নিম্নোক্ত বই গুলো রাখা উচিৎ, যাতে প্রয়োজনের সময় সে দেখে নিতে পারে….

    * কূটনীতি কোষ- শামীম আহসান।

    * রাজনীতি কোষ- হারুনুর রশীদ।

    * অর্থনৈতিক সমীক্ষা (সংশ্লিষ্ট বছরের)।

    * মহিদ’স সম্পাদকীয়।

     

    ইংরেজি ও বাংলা ডিকশনারি রাখলেও চলে, না রাখলেও চলে। কারণ সবাই ফোন ব্যবহার করেই অভ্যস্ত।

    একটি ভালো প্রিপারেশনের গাঁথুনি থাকে তাঁর মৌলিক জ্ঞানের উপর ভিত্তি করে। আর যে প্রার্থীর বেসিক যত ভালো,সে ততটাই এগিয়ে BCS ক্ষেত্রে।

    আমার জন্য দোয়া করবেন।

    Worthy Talk BD // worthytalkbd