#উপসর্গঃ উপসর্গ’ কথাটির মূল অর্থ ‘উপসৃষ্ট’। এর কাজ হলো নতুন নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। মনে রাখতে হবে, উপসর্গ সব সময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়।
★বাংলা উপসর্গ ২১টি:
সু, হা, স, আ, নি, বি, অজ, ভর, সা, অ, অনা, কু, আড়, আব, ঊন, পাতি, কদ, আন, ইতি, অঘা, রাম।
★মনে রাখার উপায়ঃ সুহাস, আদর নিবি। তুই অজপাড়ার ভরসা বলে অনেকে অনাচার, কুকথা ও আড়চোখে দেখে। আবডালের ঊনত্রিশটি পাতিলেবু ও কদবেল আনবি।
ইতি-
অঘারাম
★সংস্কৃত উপসর্গ ২০টিঃ
অপি, অনু, অপ, প্রতি, সম, অধি, সু, প্র, অতি, উৎ, পরা, নির, বি,পরি, দূর, উপ, অব,অভি, আ, নি।
★মনে রাখার উপায়ঃ অপি ও অনু অপরের প্রতি সম অধিকার সু প্রতিষ্ঠায় অতি উৎসাহ পরায়নির বিপরিতে দূর উপনিবেশে অবরোধ অভিযান আনিয়েছে।
★আরবি উপসর্গ: গর আম খাস লা বাজে।
★ইংরেজি : হেড-মাস্টার সাব হাফ-পাগল, ফুল-চালাক!
★ফারসি : (বদ্ , বর্ , নিম্ , ফি, কম্ , বে্ দর্ , কার্ না)
★মনে রাখার উপায়ঃ বদ বরকে নিম ফি কম-বেশ দেয়ার দরকার নাই।
★হিন্দি_উপসর্গঃ হর।
এই রকম গুরুত্বপূর্ণ বিষয় পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন ।
©Worthytalkbd.com