Sat. Sep 23rd, 2023

    ®মোঃ জাহাঙ্গীর কবির অনিক 

    সহকারী পু’লিশ সুপার, ৩৮ বিসিএস.

    মেধাক্রমঃ ০৫

     

    বিসিএস প্রিলিমিনারি নিয়ে বিষয়ভিত্তিক অনেক পোস্ট ই দেওয়া হয়েছে আমার আইডিতে এবং গ্রুপ এ। অনেকেই বলেছিলেন BCS প্রিলির জন্য একটা কম্পলিট বুকলিস্ট দিতে। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে যারা BCS এর জন্য নতুন করে প্রস্তুতি শুরু করছেন তাদের জন্য এই বিষয়ে আলোকপাত করছি।

    ★বাংলাঃ

    ১/ George’s MP3 অথবা অগ্রদূত ( দুইটাই সেইম। যে কোন একটা ভালো করে পড়লেই হয়)—- বাংলা সাহিত্য ও ব্যাকরণ এর জন্য।

    ২/ ৯-১০ শ্রেণির বাংলা ব্যাকরণ ( ফুল রিডিং দিলে ভালো। ইদানিং ব্যাকরণে সিলেবাস অনুসরণ করা হচ্ছে না)।

     

    ★ইংরেজিঃ

    ১/ মিরাকল গ্রামার( যারা গ্রামার এ দূর্বল তাদের জন্য) / অথবা Master’s grammar( যারা গ্রামার মোটামুটি ভালোই পারেন তাদের জন্য) — সিলেবাস ধরে গ্রামার অংশ চর্চার জন্য।

    ২/ A handbook on English Literature — Sharif Hossain Chowdhury — English literature চর্চার জন্য।

    ৩/ Word smart অথবা Saifur’s competitive vocabulary – যে কোন একটি ভোকাবুলারি চর্চার জন্য।

     

    ★গণিতঃ

    ১/ ওরাকল প্রিলিমিনারি গণিত/ অথবা কনফিডেন্সের সংক্ষিপ্ত প্রিলিমিনারি গণিত ( যারা গণিত এ এভারেজ মা’র্ক্স পেতে চান ও গণিত ভয় পান তারা এই একটাই করুন)।

    ২/ যারা গণিত এ বেশ ভালো করতে চান ও লিখিত পরীক্ষায় এগিয়ে থাকতে চান তারা উপরের গণিত বইয়ের সাথে সিলেবাস ধরে ধরে নবম দশম শ্রেণির সাধারণ ও উচ্চতর গণিত করবেন। সাথে সাথে খাইরুলস এডভান্সড ম্যাথ থেকে পাটিগণিত,  বিন্যাস সমাবেশ ও সম্ভাবনা অধ্যায় গুলো করবেন।

     

    ★বাংলাদেশঃ

    ১/ George’s MP3 (এটা ভালো করে পড়লেই এনাফ)

    ২/ প্রিলির ১/১.৩০ মাস আগে প্রিলির জন্য বের হওয়া ‘ রিসেন্ট ভিউ অথবা আলাল’স জিকে চার্টার থেকে সাম্প্রতিক তথ্যাবলী।

    ★আন্তর্জাতিকঃ

    ১/ George’s MP3 / অথবা নাঈম হোসেন এর বেসিক ভিউ বই থেকে আন্তর্জাতিক অংশ।

    ২/প্রিলির ১/১.৩০ মাস আগে প্রিলির জন্য বের হওয়া ‘ রিসেন্ট ভিউ অথবা আলাল’স জিকে চার্টার থেকে সাম্প্রতিক তথ্যাবলী।

     

    ★মানসিক দক্ষতাঃ

    ১/ Assurance এর মানসিক দক্ষতা।

    ★বিজ্ঞানঃ

    ১/ ওরাকল প্রিলিমিনারি বিজ্ঞান। ( দৈনন্দিন বিজ্ঞান অংশ চর্চার জন্য পরিপূর্ন একটা বই)

    ২/ ৯-১০ শ্রেণির বিজ্ঞান — সময় থাকলে রিডিং দেওয়া।

     

    ★আইসিটিঃ

    ১/ Easy computer — কমপ্লিট একটা বই

    ২/ ১১-১২ শ্রেণির মুজিবুর রহমান এর আইসিটি– সংখ্যা পদ্ধতি, বু’লিয়ান এলজ্যাবরা, লজিক গেইট এর বেসিক অংশটুকু পড়ার জন্য।

    ★ভূগোলঃ

    ১/ ৯-১০ শ্রেণীর ভূগোল ( ফুল রিডিং দিতে হবে)

    ২/ তারপর নাইম হোসেন এর বেসিক ভিউ অংশ থেকে ভূগোল অংশ রিডিং।

    ★নৈ’তিকতাঃ

    ১/ নাইম হোসেনের বেসিক ভিউ বই থেকে নৈতিকতা অংশ।

     

    আশা করি বিসিএস প্রিলির জন্য এই বইগুলো ভালোভাবে নিয়মিত পড়লেই প্রিলিতে কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব। সবার জন্য শুভকামনা।

    ©worthytalkbd.com