Tue. May 23rd, 2023

    ফাতেমাতুজ জুহরা চাঁদনী ও সাদিয়া আফরিন তারিন , আপন দুই বোন। তারা পড়াশোনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তারা দুই বোনই ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

    সিলেটের কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ গ্রামের ঐতিহ্যবাহী পরিবারে জন্ম চাদনী ও তারিনের। একসঙ্গে দুই বোনের বিসিএস ক্যাডার হওয়ার সাফল্যে তাদের বাবা অবসারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ শামসুল ইসলাম চৌধুরী খুবই আনন্দিত। তার দুই মেয়ে এখন এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন।

     

    কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুল ইসলাম চৌধুরী মেয়েদের এমন সাফল্যে ও তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

    জানা যায়, ডাঃ শামসুল ইসলাম চৌধুরীর বড় মেয়ে ফাতেমাতুজ জুহরা চাঁদনী সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স, মাস্টার্স সম্পন্ন করে্ন। অন্যদিকে অপর মেয়ে সাদিয়া আফরিন তারিন একই বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস স্টাডিতে এমবিএ সম্পন্ন করেন।

    বড় মেয়ে ফাতেমাতুজ জোহরা চাঁদনী কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

     

    স্কুল জীবন থেকে অত্যন্ত মেধাবী ছিলেন এই দুই বোন। তাদের ছোট বোন মেধাবী সামিয়া প্রীতিও শাবিপ্রবিতে অধ্যয়ন করছেন।

    [একসঙ্গে দুই বোনের বিসিএস ক্যাডার হওয়ার গল্প!]

    @worthytalkbd