Sat. Dec 9th, 2023

    অদম্য মেধাবী জান্নাত। এক’দিকে সংসার, অন্যদিকে সর’কারি চাকরি। এতকিছু সামলেও পূরণ করেছেন BCS ক্যাডার হওয়ার স্বপ্ন।

    ৩৮তম BCS-এর চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে সুপারিশ*প্রাপ্ত হয়েছেন জান্নাত।

    জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের উত্তরপাড়ার আবদুল ওয়াদুদ-জাহিদা ইয়াসমিন দম্পতির মেয়ে জান্নাত।

     

    চট্টগ্রাম বিশ্ব’বিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞানে অনার্স-মাস্টার্স শেষে সিনিয়র অফিসার পদে যোগ দিয়ে’ছেন বাংলাদেশ কৃষি ব্যাংকে।

    তিনি বলেন, “পড়াশোনা শেষ করতেই সর’কারি চাকরি হয়ে যায়। এরইমধ্যে মা-বাবার ইচ্ছায় বিয়েও করতে হয়। চাকরি আর সংসারের চাপের মুখেও পিছিয়ে যাইনি।

    স্বপ্ন পূরণের জন্য পুরোদমে প্রস্তুতি নিয়েছি। সারাদিন কাজ করতাম আর রাতে পড়াশোনা। এভাবেই স্বপ্ন জয়ের কঠিন পথ পাড়ি দিয়েছি।”

    জান্নাত আরো বলেন, “বিসিএস কর্মকর্তা বিশ্ববিদ্যা*লয়ের বড় ভাই ও বোনদের পরামর্শ নিয়ে পড়াশোনা করেছি। প্রশাসন ক্যাডারকে প্রথম পছন্দে রেখেই পরী’ক্ষায় অংশ নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় সুপারিশ-প্রাপ্ত হয়েছি।” স্বপ্ন পূরণ হয়েছে।

     

    এবার মানুষের জন্য কিছু করতে চান জান্নাত। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের মুখে হাঁসি ফোঁটাতে চাই। সামনের দিনে সবার দোয়ায় দেশ*বাসীর সেবা করতে চাই।

    তথ্যসূত্রঃ ডেইলি বাংলাদেশ ছবিঃ ফেসবুক