




…………………………





বিসিএস প্রিলি প্রস্তুতি: কনফিউশন ! কনফিউশন !! কনফিউশন!!!
১। খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা কতজন? = ২জন । তারামন বিবি, সেতারা বেগম । কাঁকন বিবির এখনো গেজেট হয়নি।
২। বর্তমানে স্বাধীন দেশ কতটি -১৯৫ না ১৯৩? = ১৯৫
৩। The beginning of renaissance may be traced to the city of ( Venice or Florence ?= Florence
৩। ফেয়ার ফ্যাক্স” কি??আমেরিকার গোয়েন্দা সংস্থা না অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থা। = দুটোই ঠিক । ইন্টার ফ্যাক্স >> রাশিয়ার সংবাদ সংস্থা
৪। ইপিজেড কয়টি ? ৮ টা না ১০ টা? = সরকারি ৮টি । মোট ১০টা





…………………………





৫। বঙ্গবন্ধু কবে জুলিও কুরি”” পদক পান??১৯৭২ না ১৯৭৩? =১৯৭২ সালের ১০ অক্টোবর ঘোষণা হয় বঙ্গবন্ধুকে জুলিও কুরী পদক দেয়া হবে। ১৯৭৩ সালের ২৩ মে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর হাতে এ পদক তুলে দেয়া হয় যা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে শহীদদের উৎসর্গ করেন।
৬। বিষাদসিন্ধুর নায়ক কে ঈমাম হোসেন নাকি এজিদ? = এজিদ
৭। বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে? বিল ক্লিনটন না জিমি কার্টার? =বিল ক্লিনটন
৮। বিদ্যাসাগরকে উপাধি দেয়া হয় কবে? =১৮৩৯ না ১৮৪০===’-১৮৩৯
…
৯। উপগ্রহের মধ্যে সবচেয়ে বড় কোনটি? গ্যানিমেড(বৃহস্পতি) না টাইটান(শনি) = গ্যানিমেড(বৃহস্পতি)
১০। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস কোন ভাষাবিদের নাম পাওয়া যায়? সুনীতিকুমার চট্টোপাধ্যায় /হরপ্রসাদ শাস্ত্রী = সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১১। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? ক্লিপবোর্ড না র্যাম ? =র্যাম ।
১২। ব্লুটুথ কত মিটার পর্যন্ত অবস্থানকারী ডিভাইসের সংযোগ রাখতে পারে”? ১০ – ১০০ মিটার না ১০ – ৫০ মিটার? = ১০ – ১০০ মিটার





…………………………





১৩। হোসেনী দালান কে নির্মাণ করেন? শায়েস্তা খান না শাহ সুজা, মীর মুরাদ? =শায়েস্তা খান
১৪। ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ হয় কত সালে? =1400-1500 AD
১৫। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হয় কত সালে? = ১২০১-১৩৫০
১৬। বীর উত্তম কতজন ?৬৮ না ৬৯ ?- মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য মোট বীর উত্তম >> ৬৮ জন। আর ১৯৭৫ বঙ্গবন্ধুকে হত্যার সময় বঙ্গবন্ধুকে রক্ষার জন্য অনেক চেষ্টা করার জন্য > বিগ্রেডিয়ার জামিল চৌধুকে বীরউত্তম দেওয়া হয় । তাই মোট বীর উত্তম ৬৯ । কিন্তু মুক্তিযুদ্ধের জন্য ৬৮।
======= শেয়ার করুন।